Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবার তালিকা

                আমাদের সেবাঃ

  1. স্থানীয় প্রশাসন/সরকারের অনুরোধে দুযোগ মোকাবিলা কাযক্রমে অংশগ্রহণ, কিংবা প্রয়োজনে স্বেচ্ছা ভিত্তিতে দূযোগ মোকাবিলায় বাহিনীর সদস্য-সদস্যাদের প্রত্যন্ত অঞ্চলে মোতায়েন।
  2. জন্মনিয়ন্ত্রণ, নারী, শিশুপাচার প্রতিরোধ, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা ও নারী নির্যাতন প্রতিরোধ প্রতিটি গ্রামে বসবানকারী বাহিনীর সদস্য সদস্যাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করন।
  3. মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সক্রিয়ভাবে আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন।
  4. সরকারের জনকল্যাণমূলক যে কোন ক্যাম্পেইন (যেমন-ইপিআই কমসূচী, বিভিন্ন দিবস পালন ইত্যাদি) সফলভাবে বাস্তবায়নের জন্য জনবল মোতায়েন করা।
  5. নিবাচনের সময় ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন।
  6. বিভিন্ন শিল্প-কারখানায় নিরাপত্তায় দায়িত্ব পালনের জন্য প্রত্যাশী সংস্থার চাহিদার প্রেক্ষিতে আনসার অঙ্গীবূতকরণ।
  7. অন্যান্য যে কোন সরকারী/বেসরকারী সংস্থা/স্থাপনার নিরাপত্তা বিধানে চুক্তিভিত্তিতে আনসার অঙ্গীভূতকরণ।
  8. ব্যাক্তগত সম্পত্তি/স্থাপনার নিরাপত্তা বির্ধানে আগ্রহী ব্যক্তির চাহিদার প্রেক্ষিতে আনসার অঙ্গীভূতকরণ।

যোগাযোগ: সিরাজগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রিক্সা/অটোযোগে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সিরাজগঞ্জ আসা যায়। কান্দাপাড়া, গাবতলা মোড়, আনসার ক্যাম্প, সিরাজগঞ্জ। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সিরাজগঞ্জ। ই-মেইলঃ avsirajgonj@gmail.com ফোন নম্বরঃ 02588830113