Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে
  • ১।   সিরাজগঞ্জ জেলায় সাধারণ আনসারের সংখ্যা ৩১৪৪ জন।

  • ২।   গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যার সংখ্যা ৫০৯৭৭ জন।

  • ৩।   টিডিপি ওয়ার্ড প্লাটুন সদস্য-সদস্যার সংখ্যা ৩৮৪ জন।

  • ৪।   ২০১৯-২০ অর্থ বছরে প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য/সদস্যার সংখ্যা ৭০৬ জন ।

  • ৫।  ৪১ টি সরকারী/ বেসরকারী/ সংস্থায় ৫৬৩ জন আনসার ও ২২ জন ভিডিপিসহ মোট ৫৮৫ জন সদস্য অংগীভূত আছেন।

  • ৬।   ২০২০ সালে পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় ৬৬০ জন সদস্য দায়িত্ব পালন করেছেন।

  • ৭।   একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায়  ১০১২৮ জন দায়িত্ব পালন করেছেন।

  • ৮।   পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙখলা রক্ষায় ৮৯৬৪  জন দায়িত্ব পালন করেছেন।

  • ৯।    মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল/মাদক বিরোধী কার্যক্রমে ব্যাটালিয়ন আনসার সদস্যগণ  নিয়োমিত জেলা প্রশাসনকে সহযোগিতা করে আসছে।

 

 

যোগাযোগ: সিরাজগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রিক্সা/অটোযোগে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সিরাজগঞ্জ আসা যায়। কান্দাপাড়া, গাবতলা মোড়, আনসার ক্যাম্প, সিরাজগঞ্জ। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সিরাজগঞ্জ। ই-মেইলঃ avsirajgonj@gmail.com ফোন নম্বরঃ 02588830113